গ্রামের মসজিদের মাইকে প্রচার চালানো হয় গরুকে ল্যাম্পি স্কিন রোগের টিকা দেওয়া হবে। অনেকেই বাড়ির গরু নিয়ে গ্রামের এক জায়গায় জড়ো হন। গরুপ্রতি ২০ টাকা করে নিয়ে ৩৭টি গরুকে টিকা দেওয়া হয়। পরে লোকজন বুঝতে পারেন, ওই টিকা মেয়াদোত্তীর্ণ; যে দুজন টিকা দিতে এসেছেন, তাঁরা পশু চিকিৎসক নন। শুরু হয় গরুর মালিকদের সঙ্গে টিকা দেওয়া কথিত দুই পশু চিকিৎসকের বাগ্বিতণ্ডা। খবর পেয়ে পুলিশ ওই দুজনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের তাঁদের কারাদণ্ড দেওয়া হয়।
এ ঘটনা রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়ন পরিষদের পলিপাড়া গ্রামের। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই দুজন গরুকে মেয়াদোত্তীর্ণ টিকা দিচ্ছিলেন।