মহাসড়ক পার হতে গিয়ে গাড়ির চাপায় স্বামী-স্ত্রী নিহত | চ্যানেল আই অনলাইন

মহাসড়ক পার হতে গিয়ে গাড়ির চাপায় স্বামী-স্ত্রী নিহত | চ্যানেল আই অনলাইন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফুট ওভারব্রিজ ব্যবহার না করে মহাসড়ক পার হতে গিয়ে গাড়ির চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তাদের ৮ বছর বয়সী ছেলে।

শনিবার (২৯ মার্চ) রাত সোয়া ৮টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ছেলেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভতি করা হয়েছে।

;

নিহতরা হলেন, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দক্ষিণ পৌলী গ্রামের মৃত নোয়া দাসের ছেলে রঞ্জিত দাস (৫০), তার স্ত্রী বন্দনা দাস (৪০)। আহত ছেলের নাম দিবস দাস (৮)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে স্বামী-স্ত্রী তাদের সন্তানকে সাথে নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পৌলী এলাকায় মহাসড়ক ধরে পশ্চিম থেকে পূর্ব পাড়ে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের ঢাকাগামী লেনে পৌঁছালে অজ্ঞাত গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই স্ত্রী বন্দনা মারা যায়। পরে স্থানীয়রা আহত রঞ্জিত ও তার ছেলে দিবসকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে রঞ্জিত মারা যায়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ শরীফ জানান, রাতে মহাসড়কের পৌলী এলাকায় রাস্তার উপর মরদেহ পড়ে রয়েছে এমন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে যাই। পরে একজনের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসি। অপর একজন হাসপাতালে মারা যায়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।