মহাখালী পেট্রোল পাম্পের আগুন নিয়ন্ত্রণে | চ্যানেল আই অনলাইন

মহাখালী পেট্রোল পাম্পের আগুন নিয়ন্ত্রণে | চ্যানেল আই অনলাইন

রাজধানীর মহাখালীর ইউরেকা পেট্রোল পাম্পের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হলেও হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।

রোববার ১৭ আগস্ট সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ৭টা ১৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পাওয়ার সাথে সাথে প্রথমে ৪টি এবং পরে আরও ৬টিসহ মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তেল বহনকারী গাড়ি থেকে তেল নেয়া হচ্ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। প্রথমে পাম্পের লোকজন আগুন নেভাতে চেষ্টা করে তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকবার বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও জানায় তারা।

Scroll to Top