এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ইসলামিক ইউনিভার্সিটি অব কিরগিজস্তান ইসলাম ও মুসলমানদের প্রতি তার ক্রমাগত সেবার স্বীকৃতিস্বরূপ মদিনার মসজিদে নববির ইমাম শায়খ ড. সালাহ বিন মুহাম্মাদ আল বুদাইরকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে।
মসজিদের নববির খতিবকে বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিক সংবর্ধনা ও সম্মানসূচক ডিগ্রি প্রদান অনুষ্ঠানে কিরগিজ প্রজাতন্ত্রে সৌদি রাষ্ট্রদূত ইবরাহিম বিন রাদি আল রাদি, ইসলামিক ইউনিভার্সিটি অব কিরগিজস্তান এর উপাচার্য, কিরগিজস্তান কাউন্সিল অফ স্কলারস সদস্য আবদুশ শাকুর বিন ইসলাম নারমাতোভসহ কিরগিজস্তান বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় ইসলাম, মুসলিম ও দুই পবিত্র মসজিদ এবং অন্যান্য পবিত্র স্থানের প্রতি তাদের সেবার জন্য বিশ্ববিদ্যালয়ের রেক্টর নারমাতোভ সৌদি বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
মসজিদে নববির খতিব সম্মান প্রদানের জন্য ইসলামিক ইউনিভার্সিটি অব কিরগিজস্তানকে ধন্যবাদ জানিয়ে দেওয়া বক্তৃতায় ইসলামি বৃত্তি ও শিক্ষায় আন্তরিকতা, সততা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।