ময়মনসিংহে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে ৩ জন নিহত – DesheBideshe

ময়মনসিংহে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে ৩ জন নিহত – DesheBideshe



ময়মনসিংহে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে ৩ জন নিহত – DesheBideshe

ময়মনসিংহ, ২৮ মে – ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বিআরটিসি বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ১ নম্বর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ঈশ্বরগঞ্জ উপজেলার পায়কুড়া বাজার এলাকার আব্দুল সোবহান (৬৫) ও তার ছেলে মো. সবুজ (৩৫) এবং একই উপজেলার সোহাগী ইউনিয়নের দরিপাতাসি গ্রামের কহিনুর সুলতানা (৩৬)। আহতদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রাসাদ পাল বলেন, যাত্রী নিয়ে বিআরটিসি বাসটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১ নম্বর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তারা নিহত হন। এসময় আশপাশের লোকজন আহত অবস্থায় আরও চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বাসচাপায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সূত্র: ঢাকা টাইমস
এনএন/ ২৮ মে ২০২৫



Scroll to Top