মধ্যরাতে হাতিরঝিলে দেয়া হল ফুটবলারদের জমকালো সংবর্ধনা | চ্যানেল আই অনলাইন

মধ্যরাতে হাতিরঝিলে দেয়া হল ফুটবলারদের জমকালো সংবর্ধনা | চ্যানেল আই অনলাইন

এশিয়ান কাপের বাছাইপর্ব শেষ করে দেশে ফিরেছেন জাতীয় নারী ফুটবল দল। রাত দেড়টায় ঢাকায় পা রাখেন মনিকা-মারিয়া মান্দারা। পরে ঢাকার প্রাণকেন্দ্র হাতিরঝিলের এম্পিথিয়েটারে দেয়া হয় জমকালো সংবর্ধনা। 

রাত দেড়টায় ঢাকায় আসার পর হাতিরঝিলে আসতে ফুটবলারদের সময় লাগে প্রায় দুই ঘণ্টা। আড়াইটায় খেলোয়াড়দের সংবর্ধনা দেয়ার কথা থাকলেও খেলোয়াড়রা হাতিরঝিলে পৌঁছান প্রায় সাড়ে তিনটার দিকে। পরে জমকালো আয়োজনে তাদের দেয়া হয় সংবর্ধনা।

প্রথমে খেলোয়াড়দের ফুলের সংবর্ধনা দেয়ার পর উপস্থিত ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে কথা বলেন ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা, অধিনায়ক আফঈদা খন্দকার। সমর্থকদের উদ্দেশ্যে কথার শুরুতে সালাম দিয়ে শুরু করেন টাইগ্রেসদের ইংলিশ কোচ পিটার জেমস বাটলার।

সংবর্ধনায় উপস্থিত হন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বাংলাদেশ ফুটবল দলের সাবেক গোলকিপার ও সাফজয়ী অধিনায়ক আমিনুল হক। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এজাজ আহমেদ।

এছাড়া জাতীয় ফুটবল দলের সাবেক কিছু খেলোয়াড়, বাংলাদেশ দলের অধিনায়ক আফঈদা খন্দকারের মা ও বোন।

Scroll to Top