‘মডেল মেঘনা আলমের প্রতি বেআইনি কিছু করা হয়নি’

‘মডেল মেঘনা আলমের প্রতি বেআইনি কিছু করা হয়নি’

মডেল মেঘনা আলম এর প্রতি বেআইনি কিছু করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী।

আজ (১৫ এপ্রিল) মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। আইন আছে বলেই বিশেষ আইন ব্যবহার করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

মডেল মেঘনা আলমকে বিশেষ আইনে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, এই ক্ষেত্রে একটা ঘটনা ঘটেছে, অভিযোগ আসছে, কাজ হচ্ছে, হাইকোর্টে গেছে। হাইকোর্টে গেলেই তো বিচারাধীন ইস্যু। এই বিষয়ে তো কথা বলা ঠিক হবে না। আমরা দেখি ওখান থেকে কি আসে।

মডেল মেঘনাকে গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, একটা আদেশ আদালতের মাধ্যমে বাস্তবায়ন হয়েছে। যেটা আদালতে মাধ্যমে হয়, সেটা আদালতকে গিয়ে জিজ্ঞেস করতে হবে। যখন পুলিশের নিজেদের মধ্যে থাকে সেটা একরকম হয়। আর এটা একদম হাইকোর্টে চলে গেছে, সেখানে আমাদের মন্তব্য করা ঠিক হবে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এতে সভাপতিত্ব করেন। সংশ্লিষ্ট অন্য উপদেষ্টারা বৈঠকে ছিলেন।

চৈত্র সংক্রান্তি এবং বাংলা নববর্ষ শান্তিপূর্ণভাবে উদযাপন হয়েছে দাবি করে উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। ভবিষ্যতে যেন আর কোনো অঘটন না ঘটে তার ব্যবস্থা নেয়া হচ্ছে।

Scroll to Top