মঙ্গলবার সিইসির সঙ্গে বৈঠকে বসবে বিএনপির প্রতিনিধিদল – DesheBideshe

মঙ্গলবার সিইসির সঙ্গে বৈঠকে বসবে বিএনপির প্রতিনিধিদল – DesheBideshe



মঙ্গলবার সিইসির সঙ্গে বৈঠকে বসবে বিএনপির প্রতিনিধিদল – DesheBideshe

ঢাকা, ২৮ এপ্রিল – মঙ্গলবার (২৯ এপ্রিল) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসবে বিএনপির প্রতিনিধিদল। সকাল ৯টায় নির্বাচন কমিশনে (ইসি) এই বৈঠক হবে। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে যোগ দেবে বিএনপির প্রতিনিধিদল।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

জানা গেছে, বিএনপির পক্ষ থেকে নির্বাচনের জন্য একটি গ্রহণযোগ্য পরিবেশ সৃষ্টি করার পাশাপাশি জনগণের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হবে।

এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই দিন মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে গণসংযোগ করবেন বলেও জানান শায়রুল। দুপুর ২টা থেকে জামালপুর ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে তার মতবিনিময় কর্মসূচি চলবে। ফখরুলের এই গণসংযোগ কর্মসূচি সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৮ এপ্রিল ২০২৫



Scroll to Top