মগবাজার মোড়ে ককটেল বিস্ফোরণ, আহত ২

মগবাজার মোড়ে ককটেল বিস্ফোরণ, আহত ২

ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজার মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সিকিউরিটি গার্ডসহ দুইজন আহতের খবর পাওয়া গেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।

সোমবার (১০ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মগবাজারের দিলু রোডের মুখে ককটেলটি বিস্ফোরিত হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ফেলা হয়েছিল। বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ প্রসঙ্গে হাতিরঝিল থানার এসআই আল আমিন বলেন, স্থানীয়দের ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। আনুমানিক সাড়ে নয়টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জেনেছি। কে বা কারা কী কারণে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। বোম্ব ডিস্পোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে, তারা ঘটনাস্থলে যাচ্ছে বলে জানান তিনি।

এএআর/

Scroll to Top