মগবাজারে হঠাৎ ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক

মগবাজারে হঠাৎ ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক
KSRM

রাজধানীর মগবাজার মোড়ে হঠাৎ করে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এঘটনায় সিএনজি অটোরিকশার চালকসহ দুইজন আহত হয়েছে বলে জানা গেছে।

সোমবার (১০ জুলাই) রাত ১০টার দিকে মগবাজারের দিলু রোডের মুখে এ ঘটনা ঘটে। হাতিরঝিল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

Bkash July

হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশনস) আব্দুস কুদ্দুস বলেন, মগবাজার দিলু রোডের মুখে হঠাৎ একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আরও একটি ককটেল ছিল তবে তা বিস্ফোরিত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ফেলা হয়েছে।

Labaid
Scroll to Top