ভোলার তজুমদ্দিনে ধর্ষণ মামলার দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার।
পুলিশ সুপার মো. সোহান সরকার বলেন, মামলার বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
এর আগে গত ২৮ জুন রাত থেকে ২৯ জুন দুপুরের মধ্যে তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের মাওলানাকান্দি এলাকায় বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিকদল ও ছাত্রদলের নেতাকর্মীদের দ্বারা এক নারী ধর্ষণের শিকার হন। ৩০ জুন ভিকটিমের স্বামী তজুমদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করেন।
পুলিশ সুপার মো. শরীফুল হকের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহান সরকারের তত্ত্বাবধানে অভিযান চালিয়ে মঙ্গলবার রাত দেড়টার দিকে বোরহানউদ্দিন থেকে ফরিদ উদ্দিন (৩০) এবং রাত ২টার দিকে নোয়াখালীর হাতিয়া থেকে আলাউদ্দিনকে (৪০) গ্রেপ্তার করা হয়।
এর আগে মামলার ৩ ও ৫ নম্বর আসামিকেও পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।