ভোলায় দুধ পরিবহনে নৌযানে কুলিং ট্যাঙ্কার স্থাপন | চ্যানেল আই অনলাইন

ভোলায় দুধ পরিবহনে নৌযানে কুলিং ট্যাঙ্কার স্থাপন | চ্যানেল আই অনলাইন

দ্বীপজেলা ভোলায় দুগ্ধ শিল্পে নতুন এক দিগন্তের সূচনা হয়েছে। প্রথমবারের মতো নৌযানে কুলিং ট্যাঙ্কারের মাধ্যমে দুর্গম চরাঞ্চল থেকে শুরু হয়েছে দুধ সংগ্রহ। এতে কমেছে পরিবহনের সময়, নিরাপদ থাকছে দুধের গুণগত মান। এই উদ্যোগে সন্তুষ্ট খামারিরা।

Scroll to Top