ভোর থেকেই ঢাকায় মুষলধারে বৃষ্টি, কাল থেকে কমতে পারে

ভোর থেকেই ঢাকায় মুষলধারে বৃষ্টি, কাল থেকে কমতে পারে

ভোর থেকেই ঢাকায় মুষলধারে বৃষ্টি, কাল থেকে কমতে পারে

রাজধানীতে ভোর থেকেই থেমে থেমে মুষলধারে বৃষ্টি হচ্ছে। টানা বর্ষণে রাজধানীর বেশিরভাগ নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে জনদুর্ভোগ দেখা দিয়েছে।

আজ বুধবার (৯ জুলাই) সকালে আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, আগামীকাল থেকে ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ কমে আসতে পারে। দেশব্যাপী অতিভারী বর্ষণের আর শঙ্কা নেই বলেও জানায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ফেনীতে দেশের সর্বোচ্চ ৩৯৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর ঢাকায় হয়েছে ৭৭ মিলিমিটার।

আগামীকাল থেকে ফেনী ও নোয়াখালী অঞ্চলে বৃষ্টিপাত কমে আসবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির। বৃষ্টিপ্রবণ মাস হওয়ায় পুরো মাসজুড়েই বৃষ্টির প্রভাব থাকতে পারে বলেও জানান তিনি।

/এমএন

Scroll to Top