ভোট নিয়ে সরকার ষড়যন্ত্র করলে জনগণই প্রতিহত করবে: ফারুক

ভোট নিয়ে সরকার ষড়যন্ত্র করলে জনগণই প্রতিহত করবে: ফারুক

ভোট নিয়ে সরকার ষড়যন্ত্র করলে জনগণই প্রতিহত করবে: ফারুক

ফাইল ছবি।

জনগণের বহু আকাঙ্ক্ষার এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। ভোট নিয়ে অন্তর্বর্তী সরকার কোনো ষড়যন্ত্র করলে বিএনপি নয়, দেশের জনগণই তা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কর্মজীবী দলের আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ৫ আগস্ট রক্ত দিয়ে যারা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, তাদের রক্তের উপর দাঁড়িয়ে অনেকে নতুন রাজনীতি শুরু করেছে। ভোটের অধিকারের জন্য ১৬ বছর দেশের মানুষ অপেক্ষা করেছে। কিন্ত স্বাধীনতা বিরোধীরা মানুষের ভোটাধিকার নষ্টের জন্য পিআর পদ্ধতি চাইছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির এই নেতা আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূসের সরকার একটি সুষ্ঠু ও স্বচ্ছ নিবার্চন উপহার দিতে না পারলে, তার নাম ইতিহাসে কলঙ্কিত ভাবে লেখা থাকবে।

/আরএইচ

Scroll to Top