Last Updated:
গত ২৬ মে অনুষ্কা যাদব নামে এক তরুণীর সঙ্গে তেজপ্রতাপের একটি ছবি প্রকাশ্যে আসার পর বিতর্কের সূত্রপাত৷

বিহারের বিধানসভা নির্বাচনে নতুন মোড়৷ ভোটে লড়তে চলেছেন লালুপ্রসাদ যাদবের পুত্র তেজপ্রতাপ যাদব৷ এই তেজপ্রতাপকেই কিছুদিন আগে ত্যাজ্য পুত্র ঘোষণা করেছিলেন লালু৷ দল থেকেও বহিষ্কার করেছিলেন তাঁকে৷
শনিবার তেজপ্রতাপ ঘোষণা করেছেন, বিহারের বিধানসভা ভোটে মহুয়া কেন্দ্র থেকে লড়বেন তিনি৷ তবে কোনও দলের টিকিটে নয়, নির্দল প্রার্থী হিসেবেই ভোটে দাঁড়াবেন তেজপ্রতাপ৷ এর আগে এই মহুয়া বিধানসভা কেন্দ্রেরই বিধায়ক ছিলেন তিনি৷
সংবাদমাধ্যমকে তেজপ্রতাপ জানিয়েছেন, ভোটে প্রচারের জন্য তাঁর অনুগামী এবং সমর্থকরা তৈরি৷ তিনি বলেন, টিম তেজপ্রতাপ যাদব মানুষের কাছে পৌঁছনোর একটি মঞ্চ৷ আমি নিশ্চিত চাচা (নীতীশ কুমার) এ বারে আর মুখ্যমন্ত্রী হচ্ছেন না৷ যে দলই সরকার তৈরি করুক না কেন, তারা যদি যুবসমাজ, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানের পক্ষে কথা বলে তাহেল তেজপ্রতাপ যাদব তাদের সমর্থন করবে৷ আমরা মহুয়া কেন্দ্র থেকে লড়াই করব৷ অনেক দলই ভোটে লড়ছে, তারা ইতিমধ্যেই জ্বলুনি টের পাচ্ছে৷
আরজেডি থেকে বহিষ্কারের পরই নিজের আলাদা রাজনৈতিক পরিচয় গড়ে তোলার চেষ্টায় নেমেছেন তেজপ্রতাপ৷ টিম তেজপ্রতাপ যাদব নামে একটি ফেসবুক পেজ তৈরি করেছেন তিনি৷ সেখানে আরজেডি-র কোনও পতাকা অথবা প্রতীক নেই৷ নিজের গাড়ি থেকেও আরজেডি-র পতাকা সরিয়ে ফেলেছেন তিনি৷
গত ২৬ মে অনুষ্কা যাদব নামে এক তরুণীর সঙ্গে তেজপ্রতাপের একটি ছবি প্রকাশ্যে আসার পর বিতর্কের সূত্রপাত৷ প্রাথমিক ভাবে তেজপ্রতাপ দাবি করেন তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে৷ তার পরে অবশ্য অনুষ্কার সঙ্গে নিজের ১২ বছরের সম্পর্কের কথা স্বীকার করে নেন বিহার সরকারের প্রাক্তন মন্ত্রী তেজপ্রতাপ৷
এর পরই নিজের বড় ছেলে তেজপ্রতাপকে ছ বছরের জন্য দল থেকে বহিষ্কার করেন লালুপ্রসাদ যাদব৷ পারিবারিক মূল্যবোধ বিসর্জন দিয়ে দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য তেজপ্রতাপকে ত্যাজপুত্র হিসেবেও ঘোষণা করেন লালু৷
Kolkata,West Bengal
July 27, 2025 3:21 AM IST