আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা যাবে বলে আশা করছে বিএনপি। রাজধানীতে এক অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি দুর্নীতি, গুম-খুন চায় না। ভিন্ন মত থাকলেও সবকিছু মিলে একটি রেইনবো রাষ্ট্র গড়ে তোলার কথা জানান বিএনপি মহাসচিব।