এই খবরটি পডকাস্টে শুনুনঃ
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির জানিয়েছেন, মঙ্গলবার (২৮ জানুয়ারি) পর্যন্ত ১৭ লাখ ৭ হাজার ৫৭০ জন ফরম পূরণ করেছেন।
বুধবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি।
মহাপরিচালক বলেন, জাতীয় পরিচয়পত্র জালিয়াতির সাথে জড়িত থাকার অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর থানা নির্বাচন কর্মকর্তাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
হুমায়ুন কবির আরও জানিয়েছেন, বিদেশে অবস্থানরত ১০৬ জনের তথ্য পাওয়া গেছে, তাদের নিয়মবহির্ভূতভাবে ভোটার করা হয়েছে। অনিয়ম করে ভোটার করার ক্ষেত্রে লাখ টাকা পর্যন্ত লেনদেনের অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।
