‘ভোটার তালিকায় মিলেছে ১৭ লাখ মৃত মানুষ, নির্বাচনের প্রস্তুতি শুরু জোরেশোরে’

‘ভোটার তালিকায় মিলেছে ১৭ লাখ মৃত মানুষ, নির্বাচনের প্রস্তুতি শুরু জোরেশোরে’

নির্বাচনের জন্য আমরা জোরেশোরে প্রস্তুতি শুরু করেছি উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, ভোটার তালিকা চূড়ান্ত হবে জুনের শেষে।

আজ ২৪ ফেব্রুয়ারি সোমবার সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সবাই সুষ্ঠু নির্বাচন চাচ্ছে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ সুষ্ঠু নির্বাচন দিতে। ভোটার তালিকা চূড়ান্ত হবে জুনের শেষে।

১৭ লাখ মৃত ভোটার পেয়েছি বাড়ি বাড়ি গিয়ে উল্লেখ করে তিনি আরও বলেন, সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ আইনের সংশোধনের আবেদন করেছি। না হলে পুনঃনির্ধারণ করা সম্ভব না।

সিইসি বলেন, নির্বাচন করার জন্য মিনিমাম সংস্কারের উদ্যোগ আমরা নিচ্ছি। নির্বাচন নিয়ে রাজনৈতিক সমোঝতা হওয়া ভালো।

Scroll to Top