ভেনিস-বুদাপেস্টে পুরস্কার পেল গোলাম রাব্বানীর ‘আনটাং’

ভেনিস-বুদাপেস্টে পুরস্কার পেল গোলাম রাব্বানীর ‘আনটাং’

বাংলাদেশ সময় গতকাল সকালে সান্তা মনিকায় অনুষ্ঠিত হয় বিশ্ব সিনেমার প্রসিদ্ধ সমালোচকদের আয়োজন ‘ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড’-এর ৩০তম আসর। কুখ্যাত রাশিয়ান গ্যাংস্টারের ছেলে এক যৌনকর্মীর প্রেমে পড়ে। দুজন বিয়ে করে; কিন্তু সেই গ্যাংস্টার বিয়ে মেনে নেয় না। এমন গল্প নিয়ে শন বেকারের সিনেমা ‘আনোরা’। গত বছর কান উৎসবে স্বর্ণপাম জেতা সিনেমাটি আদতে নিম্নবিত্ত মানুষের জীবনের বাস্তবতা আর তাদের স্বপ্নের টানাপোড়েনের গল্প।

ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড-এ এবার সেরা সিনেমার পুরস্কার জিতেছে ‘আনোরা’। আরও দুটি পুরস্কার জিতেছে ছবিটি। সিনেমা বিভাগে ‘আনোরা’র মতো তিনটি করে পুরস্কার জিতেছে গত বছরের আলোচিত দুই সিনেমা ‘দ্য সাবস্ট্যান্স’ ও ‘উইকেড’।

সেরা সিনেমার পুরস্কার জিতেছে ‘আনোরা’



গত মাসে গোল্ডেন গ্লোবে পুরস্কারের খরা কেটেছে ডেমি মুরের। ৬২ বছর বয়সী এই অভিনেত্রী ৪৫ বছরের ক্যারিয়ারে প্রথম বড় কোন পুরস্কার জেতেন। এবার একই সিনেমার জন্য ক্রিটিকস চয়েজেও সেরা অভিনেত্রী হলেন তিনি।

সিনথিয়া আরিভো, কার্লা সোফিয়া গ্যাসকোন, অ্যাঞ্জেলিনা জোলি, মাইকি ম্যাডিসনদের পেছনে ফেলে পুরস্কার জেতায় সমালোচকদের ধন্যবাদ জানান তিনি। হরর সিনেমা অনেক পুরস্কার অনুষ্ঠানে সুবিধা করতে পারে না; কিন্তু ক্রিটিকস চয়েজে ‘দ্য সাবস্ট্যান্স’ তিনটি পুরস্কার জিতেছে। এ জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ডেমি।

ক্রিটিকস চয়েজেও সেরা অভিনেত্রী হলেন ডেমি মুর



সেরা অভিনেত্রী বিভাগে মনোনীত হলেও অনুষ্ঠানে হাজির ছিলেন না ‘এমিলিয়া পেরেজ’ অভিনেত্রী কার্লা। কিছুদিন ধরে এই স্প্যানিশ অভিনেত্রীকে নিয়ে প্রবল বিতর্ক হচ্ছে। তার পুরোনো বেশ কয়েকটি টুইট নিয়েই এ বিতর্ক, যেখানে তিনি ইসলাম ধর্ম নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য করেছেন, এ ছাড়াও তার কিছু বর্ণবিদ্বেষী মন্তব্য পাওয়া গেছে।

বিতর্কের জেরে এখন কোনো পুরস্কারেই যাচ্ছেন না কার্লা। তিনি অস্কারেও সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন। শুধু তাই নয়, প্রথম কোন ট্রান্সজেন্ডার হিসেবে সেরা অভিনেত্রী বিভাগে অস্কার মনোনয়ন পেয়েছেন কার্লা। তবে ছবিটির পরিবেশক নেটফ্লিক্সের এক মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, তারা অস্কার প্রচারণা থেকে কার্লাকে বাদ দিয়েছেন।

জো সালডানা পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার



তবে ‘এমিলিয়া পেরেজ’ ছবিতে অভিনয় করেই আরেক অভিনেত্রী জো সালডানা পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার।

গোল্ডেন গ্লোবের মতো এই পুরস্কারের আসরেও ‘দ্য ব্রুটালিস্ট’-এর জন্য সেরা অভিনেতা হয়েছেন অ্যাড্রিয়েন ব্রডি। হাঙ্গেরির গণহত্যা থেকে বেঁচে যাওয়া এক তরুণ স্থপতির গল্প নিয়ে ছবিটি বানিয়েছেন ব্র্যাডি করবেট।

সেরা অভিনেতা হয়েছেন অ্যাড্রিয়েন ব্রডি



এবারের ক্রিটিকস চয়েজে বড় চমক ছিল সেরা পরিচালক হিসেবে ‘উইকেড’ নির্মাতা জন এম চুর পুরস্কার জয়। প্রতিক্রিয়ায় অস্কার নিয়ে মজা করেন চু। বলেন, ‘আমি এবার অস্কার জিততে যাচ্ছি…ওহ, মনোনয়নই তো পাইনি।’

অনুমিতভাবে টেলিভিশন বিভাগে দাপট দেখিয়েছে ‘শোগান’, সর্বোচ্চ চারটি পুরস্কার জিতেছে সিরিজটি।

টেলিভিশন বিভাগে দাপট দেখিয়েছে ‘শোগান’



অন্য পুরস্কারের মধ্যে সেরা অ-ইংরেজি সিনেমার পুরস্কার পেয়েছে ‘এমিলিয়া পেরেজ’, সেরা অ্যানিমেশন ছবি হয়েছে ‘দ্য ওয়াইল্ড রোবট’।

তথ্যসূত্র: ভ্যারাইটি

Scroll to Top