ভেনিসে ১১ দিনের মিলনমেলার পর্দা নামলো শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে। ২৭ আগস্ট শুরু হওয়া ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসরটি ছিলো ৮২তম। সমাপনী দিনে ঘোষণা করা হয় পুরস্কারজয়ীদের নাম।
উৎসবের সর্বোচ্চ পুরস্কার ‘গোল্ডেন লায়ন’ বা স্বর্ণ সিংহ উঠেছে মার্কিন কিংবদন্তী নির্মাতা জিম জারমুশের হাতে! ‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’ সিনেমার জন্য তিনি এ পুরস্কার অর্জন করেন।
এবারের উৎসবের প্রতিযোগিতা বিভাগের জুরি বোর্ডের প্রধান ছিলেন আলেকজান্ডার পেইন, সাথে ছিলেন ফেরনান্দা তোরেস, মোহাম্মদ রাসুলফ ও মৌরা ডেলপেরো। তাদের কাজ সহজ ছিল না, কারণ প্রতিটি বিভাগেই প্রতিদ্বন্দ্বিতা ছিল তুমুল। ২১টি আলোচিত সিনেমা ছিলো প্রতিযোগিতা বিভাগে!

এবারের ভেনিস চলচ্চিত্র উৎসব ছিল ভিন্নধর্মী ও সাহসী ছবির আসর। এখানে দেখা গেছে মাথা ঘুরিয়ে দেওয়া সাই-ফাই (ইওর্গোস ল্যান্থিমোসের বুগোনিয়া), গথিক মহাকাব্য (ফ্রাঙ্কেনস্টাইন– গিয়েরমো দেল তোরো), তীক্ষ্ণ ও ব্ল্যাক কমেডি (পার্ক চ্যান-উকের নো আদার চয়েস), ১৮শ শতকের সংগীতনাট্য (মোনা ফাস্টভোল্ডের দ্য টেস্টামেন্ট অব অ্যান লি), এবং গাজা-ভিত্তিক হৃদয়গ্রাহী ড্রামা (কাওথের বেন হানিয়ার ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’)।
সমাপনী অনুষ্ঠানে সদ্য প্রয়াত ইতালির ফ্যাশন কিংবদন্তী জর্জিও আরমানির মৃত্যুকে ঘিরে এক আবেগঘন মুহূর্ত সৃষ্টি হয়। তবে পুরস্কার ঘোষণায় ছিলো না জৌলুশময়তার কমতি!

কাদের হাতে উঠলো এবারের ভেনিস সেরা পুরস্কার?
মেইন কম্পিটিশন
গোল্ডেন লায়ন: ফাদার মাদার সিস্টার ব্রাদার, জিম জারমুশ
গ্র্যান্ড জুরি প্রাইজ: দ্য ভয়েস অব হিন্দ রজব, কাওথের বেন হানিয়া
স্পেশাল জুরি প্রাইজ: সোত্তো লে নুভোলে, জিয়ানফ্রাঙ্কো রসি
সিলভার লায়ন (সেরা পরিচালক): বেনি সাফদি, দ্য স্ম্যাশিং মেশিন
ভোলপি কাপ (সেরা অভিনেত্রী): শিন ঝিলেই, দ্য সান রাইজেস অন আস অল
ভোলপি কাপ (সেরা অভিনেতা): টোনি সারভিলো, লা গ্রাজিয়া
সেরা চিত্রনাট্য: আ পিয়ে দ’উভ্রে, ভ্যালেরি ডনজেলি ও জিল মার্চান্দ
মারচেলো মাস্ত্রোয়ানি অ্যাওয়ার্ড (উদীয়মান অভিনয়শিল্পী): লুনা ভেডলার, সাইলেন্ট ফ্রেন্ড
গোল্ডেন লায়ন ফর লাইফটাইম অ্যাচিভমেন্ট: ভার্নার হারজগ ও কিম নোভাক