ভেনিসে ইতিহাস গড়লেন অনুপর্ণা | চ্যানেল আই অনলাইন

ভেনিসে ইতিহাস গড়লেন অনুপর্ণা | চ্যানেল আই অনলাইন

ভেনিস চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়লেন ভারতীয় নির্মাতা অনুপর্ণা রায়। তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সংস অব ফরগটেন ট্রিজ’–এর জন্য তিনি অরিজ্জন্তি বিভাগে প্রতিযোগিতায় সেরা পরিচালকের পুরস্কার জিতে নিলেন।

কোনো ভারতীয় পরিচালক এই বিভাগে এবারই প্রথম সেরা পরিচালকের সম্মান পেলেন। অনুপর্ণা বর্তমানে মুম্বাই থাকলেও তার জন্মস্থান পশ্চিমবঙ্গের পুরুলিয়ায়। তিনি পড়াশোনা করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে!

অনুপর্ণা রায়ের ছবিটি মুম্বাইয়ের দুই তরুণী রুমমেট—থূয়া (নাজ শাইখ) ও শ্বেতা (সুমি বাঘেল)—এর গল্পকে কেন্দ্র করে নির্মিত। ছবিতে ফুটে উঠেছে শহুরে জীবনে নারীর অভিজ্ঞতা, বন্ধুত্ব, নীরব প্রতিরোধ ও আত্ম-অন্বেষণের এক গভীর ও ব্যক্তিগত আখ্যান। পরিচালক নিজস্ব স্মৃতি, অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ থেকে অনুপ্রাণিত হয়ে গল্পটি নির্মাণ করেছেন।

অরিজ্জন্তি জুরির সভাপতি ও কানজয়ী নির্মাতা জুলিয়া ডুকুরানো বিজয়ীর নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে আর্জেন্টাইন সমালোচক ও জুরি সদস্য ফের্নান্দো এনরিক হুয়ান লিমা অনুপর্ণার হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কার গ্রহণকালে আবেগাপ্লুত হয়ে রায় বলেন, “আমি ধন্যবাদ জানাতে চাই অনুরাগ কাশ্যপকে, আমার প্রযোজকদের, অভিনেতা-অভিনেত্রী ও পুরো দলকে— যারা এমন এক গল্পের পাশে দাঁড়িয়েছেন, যেটা প্রচলিত কাঠামোয় ফিট হতো না। আমি এই সম্মান উৎসর্গ করছি আমার শহর, আমার দেশ এবং সেখানে যারা লড়ছে— তাদের সবার জন্য।”

তবে বক্তৃতার শেষ অংশে তিনি সবার দৃষ্টি ঘুরিয়ে দেন ফিলিস্তিনের দিকে। দৃঢ় কণ্ঠে অনুপূর্ণা বলেন: “প্রতিটি শিশুরই শান্তি, স্বাধীনতা ও মুক্তির অধিকার আছে। ফিলিস্তিনও এর ব্যতিক্রম নয়।”

শ্রোতাদের করতালির মাঝেই তিনি নীরবতা কামনা করেন এবং যোগ করেন,“এমনকি যদি আমার দেশ এতে বিরক্ত হয়, তবুও আমাকে ফিলিস্তিনের মানুষের পক্ষে বলতে হবে।”

ভারতীয় সিনেমার জন্য ঐতিহাসিক মুহূর্ত

২০১৪ সালে পরিচালক চৈতন্য তামহানে তার চলচ্চিত্র ‘কোর্ট’–এর জন্য অরিজ্জন্তি বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছিলেন। তবে এবারই প্রথমবার কোনো ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সেরা পরিচালকের ট্রফি ঘরে তুললেন। লাইভমিন্ট

Scroll to Top