ভূমিকম্পে কাঁপছিল অপারেশন থিয়েটার, তবুও সার্জারি চালিয়ে যাচ্ছিলেন চিকিৎসকরা – DesheBideshe

ভূমিকম্পে কাঁপছিল অপারেশন থিয়েটার, তবুও সার্জারি চালিয়ে যাচ্ছিলেন চিকিৎসকরা – DesheBideshe

ভূমিকম্পে কাঁপছিল অপারেশন থিয়েটার, তবুও সার্জারি চালিয়ে যাচ্ছিলেন চিকিৎসকরা – DesheBideshe

মস্কো, ৩১ জুলাই – রাশিয়ার কামচাটকা ক্রাই অঞ্চলে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপছিল দেশটির একটি হাসপাতালের অপারেশন থিয়েটার। তবে রোগীর সার্জারি করা চিকিৎসকরা কোনোরকম ভয় বা আতঙ্ক না দেখিয়ে শান্তভাবে চালিয়ে গেছেন তাদের কাজ। নিজেদের সুরক্ষার পরিবর্তে পুরো মনোযোগ দিয়েছেন রোগীর নিরাপত্তায়।

রুশ সংবাদমাধ্যম রাশিয়ান টেলিভিশন (আরটি)-এর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, চারজন চিকিৎসক একটি অপারেশন থিয়েটারে এক রোগীর অস্ত্রোপচার করছিলেন। এ সময় হঠাৎ করেই শুরু হয় ভূমিকম্প। কাঁপতে থাকে পুরো ঘর, যন্ত্রপাতিগুলো নড়তে থাকে। এরপরও চিকিৎসকরা স্থির থাকেন এবং অপারেশন চালিয়ে যান।

সংবাদমাধ্যমটি জানায়, এই ঘটনাটি ঘটেছে কামচাটকা ক্রাই উপদ্বীপের একটি হাসপাতালে। বুধবার সকালে এই অঞ্চলে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর কিছুক্ষণের মধ্যে আরও দুটি আফটারশক হয়, যার একটি ছিল ৬ দশমিক ৯ মাত্রা এবং অন্যটি ৬ দশমিক ৩ মাত্রার।

চিকিৎসকরা যখন অপারেশনের একেবারে মাঝামাঝি পর্যায়ে ছিলেন ভূমিকম্পের মূল আঘাতটি ঠিক তখনই এসেছিল। কিন্তু তারা থেমে যাননি, বরং সবার আগে রোগীকে নিরাপদ রাখার চেষ্টা করেন। মাথা ঠান্ডা রেখে কাজ চালিয়ে যান এবং অপারেশন সম্পন্ন করেন।

সার্জারিটি সফলভাবে শেষ হয়েছে এবং রোগী এখন পুরোপুরি বিপদের বাইরে বলে জানিয়েছে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ৩১ জুলাই ২০২৫

 



Scroll to Top