ভুয়া পরোয়ানায় চট্টগ্রামের কারাগারে ১৪ দিন বন্দী সাভারের আজিজুর

ভুয়া পরোয়ানায় চট্টগ্রামের কারাগারে ১৪ দিন বন্দী সাভারের আজিজুর

এর আগে ২০১৮ সালে চট্টগ্রাম, ঢাকাসহ বিভিন্ন জেলার আদালত থেকে দেওয়া ভুয়া পরোয়ানায় আজিজুর রহমান ১০০ দিন বিনা দোষে কারাভোগ করে মুক্তি পান।

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী প্রথম আলোকে বলেন, চট্টগ্রামের যে নালিশি মামলায় কৃষক আজিজুর রহমানের নামে পরোয়ানা পাঠানো হয়েছে এটি সম্পূর্ণ ভুয়া। পরোয়ানায় মামলা নম্বর লেখা হয়েছে সিআর ২৪০৮/২২। অথচ চট্টগ্রামে ম্যাজিস্ট্রেট আদালতে ২ হাজার ৪০৮ পর্যন্ত সিআর মামলার সিরিয়াল আসেনি। পরোয়ানাটিতে কোনো আদালতের নাম লেখা নেই। শুধু দায়রা জজ আদালত, চট্টগ্রাম সিল রয়েছে। সিআর মামলা চলে চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট আদালতে। কিন্তু পরোয়ানায় সিল রয়েছে দায়রা জজ আদালতের। আবার পরোয়ানায় যে স্মারক নম্বর দেওয়া হয়েছে তার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

সরকারি কৌঁসুলি আরও বলেন, গত সোমবার আজিজুরের মুক্তির আবেদন করা হয়েছিল জেলা ও দায়রা জজ আদালতে। আদালত প্রশাসনিক কর্মকর্তা অঞ্জন চৌধুরীকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। তদন্তে উঠে আসে পরোয়ানাটি পুরোটাই ভুয়া। এ জন্য আদালত বুধবার আজিজুরকে মুক্তির আদেশ দিয়ে ভুয়া পরোয়ানা তৈরির চক্রটিকে শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন।

Scroll to Top