ভুটান লিগে খেলতে গেলেন তহুরা-শামসুন্নাহার | চ্যানেল আই অনলাইন

ভুটান লিগে খেলতে গেলেন তহুরা-শামসুন্নাহার | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

এএফসি মেয়েদের এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশকে মূলপর্বের টিকিট এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র। দুজনে করেছিলেন ৬ গোল। দেশের ফুটবলে আলো ছড়ানো তারকাদ্বয় প্রথমবার ডাক পেয়েছেন ভুটানের লিগে খেলতে। রয়্যাল থিম্পু কলেজ এফসিতে খেলতে ঢাকা ছেড়েছেন তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার এক পোস্টে ঢাকা ছেড়ে ভুটানে খেলতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শামসুন্নাহার। দেশটির লিগে অংশ নেয়া বাংলাদেশি নারী ফুটবলারের সংখ্যা দাঁড়াল ১২ জনে।

দেশ ছাড়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তহুরা লিখেছেন, ‘ভুটানের উদ্দেশে রওনা দিচ্ছি। নতুন পথচলা, সবাই দোয়া করবেন।’

থিম্পু সিটি এফসিতে খেলছেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র। পারো এফসিতে সাবিনা খাতুন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া খেলছেন। ট্রান্সপোর্ট ইউনাইটেডে ডিফেন্ডার মাসুরা পারভীন, গোলকিপার রুপনা চাকমা ও ফরোয়ার্ড কৃষ্ণা রানী খেলছেন দাপটে।

Scroll to Top