ভুটান লিগে আবারও ম্যাচসেরা ঋতুপর্ণা | চ্যানেল আই অনলাইন

ভুটান লিগে আবারও ম্যাচসেরা ঋতুপর্ণা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশকে এশিয়ান কাপের মূলপর্বে তুলে ভুটানে নারী লিগ খেলতে গেছেন ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা। সেখানে গিয়েই দুই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন এ তারকা ফরোয়ার্ড। লিগে সবশেষ ম্যাচে জিতে থিম্পুসিটির বিপক্ষেও সেরা খেলোয়াড় হয়েছেন তিনি।

বুধবার বিকেলে ঋতুপর্ণার দল পারো এফসি নামে থিম্পুসিটির বিপক্ষে। এ ম্যাচ তারা জিতেছে ২-১ গোলের ব্যবধানে। প্রথমার্ধে গোলশূন্য ড্র থাকার পরও দ্বিতীয়ার্ধে গোল করেন ঋতুপর্ণা। এছাড়া আরেকটি গোল করেন শারুন ফুং। তাতেই ম্যাচসেরার পুরস্কার উঠে তার হাতে।

পারো এফসির হয়ে শুরুর একাদশে মাঠে নেমেছিলেন বাংলাদেশের চারজন খেলোয়াড়। ঋতুপর্ণা ছাড়াও ফরোয়ার্ড মাতসুশিমা সুমাইয়া, সাবিনা খাতুন এবং মিডফিল্ডার মনিকা চাকমা।

এর আগে ট্রান্সপোর্ট ইউনাইটেড এফসির বিপক্ষে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন ঋতুপর্ণা। টেবিলে ৯ ম্যাচের সবগুলো জিতে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে তার দল।

Scroll to Top