ভুটানে আবহাওয়ার সাথে মানিয়ে নেয়ার চেষ্টায় বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

ভুটানে আবহাওয়ার সাথে মানিয়ে নেয়ার চেষ্টায় বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ভুটানে হতে যাওয়া মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশের দলের অনুশীলন পর্ব। আসর শুরু হওয়ার পাঁচ দিন আগেই সেখানে পৌছেছে বাংলাদেশের মেয়েরা। কোচ পিটার জেমস বাটলার ছুটিতে থাকায় তার পরামর্শে দল পরিচালনা করছেন মাহবুবুর রহমান লিটু এবং সহকারী কোচ আবুল হোসেন। আবহাওয়ার সাথে মানিয়ে নেয়ার জন্যই মূলত আগেভাগে যাওয়ার পরিকল্পনা করেছিল বাংলাদেশ দল।

লিগপদ্ধতির আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল। আসরে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলটি হবে শিরোপার মালিক। উদ্বোধনী ম্যাচ হবে ২০ আগস্ট, বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে স্বাগতিক ভুটানের বিপক্ষে। খেলা হবে চাংলিমিথাং স্টেডিয়ামে। ২২ আগস্ট ভারত, ২৪ আগস্ট নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা।

প্রথম দিন অনুশীলনী শেষে বাফুফের ভিডিও বার্তায় দলের অবস্থা, আবহাওয়া এবং লক্ষ্যের কথা জানিয়েছে খেলোয়াড় উম্মে কুলসুম এবং টিম ম্যানেজার মাহমুদা আক্তার।

ম্যানেজার মাহমুদা ভিডিও বার্তায় বলেছেন, ‘দলের অবস্থা খুবই ভালো, যেহেতু আমরা আগে এসেছি। মূলত আবহাওয়ার সাথে মিলিয়ে নিতেই আগে আসার পরিকল্পনা। এখানে প্রচুর বৃষ্টি হয়। আবার যখন রৌদ উঠে তখন প্রচুর রৌদ থাকে। সব কিছু মোকাবেলা করতে পারবো, আশা করছি ভালো কিছু হবে।’

ভুটানে আগে পৌছাতে পেরে আশাবাদী টিম ম্যানেজার, ‘আমরা তিন থেকে চার দিন আগে এসেছি, অবশ্যই খেলোয়াড়রা খাপ খাওয়াতে পারবে। যেহেতু প্রথম ম্যাচ স্বাগতিকদের সাথে, তাই আগে আসাটাও কাজে লাগানো যাবে। যদিও প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আগে এসে আমার মনে হয় ভালো হয়েছে।’

জয়ের লক্ষ্যেই আছে বাংলাদেশ দল, এমনটাই বলেছেন উম্মে কুলসুম, ‘দলের অবস্থা ভালো, সবাই আজকে সকালে অনুশীলন করেছি। আমাদের লক্ষ্য শিরোপা জেতা। আজকে প্রথম দিন সবাই ভালোই অনুশীলন করেছি, কিন্তু কিছুটা কষ্ট হয়েছে। এভাবে অনুশীলন করতে থাকলে আমরা খাপ খাওয়াতে পারবো।’

Scroll to Top