মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৭ আসরে ভুটানের সঙ্গে প্রথম ম্যাচে ৩-১ ব্যবধানে জয় তুলেছিল বাংলাদেশ, ফিরতি দেখায় পয়েন্ট হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। শুরুতে এগিয়ে গিয়েও ড্র নিয়ে মাঠ ছেড়েছে মাহবুবুর রহমান লিটুর শিষ্যরা, ১-১ গোলের ড্রয়ে শিরোপা জয়ের দৌড় থেকে অনেকটাই পিছিয়ে গেল বাংলাদেশ।
ড্রয়ের পর ৫ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ১০। বিপরীতে এক ম্যাচ কম খেলা ভারত ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে। বাংলাদেশকে ঠেকিয়ে আসরে প্রথম কোন পয়েন্ট পেয়েছে ভুটান। এক পয়েন্ট নিয়ে তলানিতে আছে তারা এবং ৪ ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নেপাল। আসরের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন।
ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে শুক্রবার দ্বিতীয় মিনিটেই আক্রমণে যায় বাংলাদেশ। বাঁ-প্রান্ত থেকে মামোনি চাকমার দারুণ পাস কাজে লাগাতে পারেননি সুরভী আকন্দ প্রীতি। শুরু থেকে আক্রমণে মুখে রাখা ভুটানের বিপক্ষে সাফল্য আসতে বেশি অপেক্ষাও করতে হয়নি। ষষ্ঠ মিনিটে ভুটান গোলরক্ষক সোনাম ছোদেনের ভুল পাসে বল পেয়ে যান পূর্ণিমা মার্মা। ৩০ গজ দূর থেকে নেয়া দারুণ শটে বাংলাদেশ ১-০ গোলের লিড এনে দেন পূর্ণিমা।
ম্যাচের ১২ মিনিটে বাংলাদেশ আরও একটি গোল পেয়ে যাচ্ছিল। ভুটান গোলমুখে জটলার মধ্যে বল পেয়ে শট নেন সুরভী। ঠেকিয়ে দেন ভুটান গোলরক্ষক সোনাম। মিনিট তিনেক পর সুরভীর আরেকটি শট গোলপোস্টে লেগে ফিরে আসে।
একের পর এক আক্রমণে ভুটানকে কোণঠাসা করে রাখলেও দ্বিতীয় গোলের দেখা পাচ্ছিল না বাংলাদেশ। ২৩ মিনিটে মামোনির একটি শট ঠেকিয়ে স্বাগতিকদের রক্ষা করেন সোনাম। ২৭ মিনিটে বাঁ-প্রান্ত থেকে মামোনির দারুণ ক্রসের ফল ঘরে তুলতে পারেননি সুরভী।
ম্যাচের ৪২ মিনিটে ডি-বক্সের বাইরে ফ্রি-কিক পায় ভুটান। প্রেমা ডেকারের দুর্বল শট সহজে রুখে দেন বাংলাদেশ গোলরক্ষক মেঘলা রাণী রয়। যোগ করা সময়ে মাঝমাঠে জটলার মধ্যে এক মিডফিল্ডার থেকে বল পেয়ে যান ভুটানের ছোর্টেন জাংমু। বল নিয়ে একাই ছুটে যান। দ্রুতগতিতে ঢুকে মেঘলা রাণীকে বোকা বানিয়ে বল জালে পাঠান। সমতায় ফিরে বিরতিতে যায় ভুটান।
বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ভুটান। ৫২ মিনিটে কর্নার কিক থেকে গোল পাওয়ার সুযোগ ছিল জিজেল ওয়াংচোকের। বাংলাদেশের দুই ডিফেন্ডার আরিফা আক্তার ও অর্পিতা দলকে বিপদমুক্ত করে। ধীরে ধীরে আক্রমণের ধার বাড়াতে শুরু করে বাংলাদেশ।
ম্যাচের ৬৬ মিনিটে মামোনির দূরপাল্লার শট গোলবারে লেগে ফেরে। পরে বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করেও আর জালের দেখা পায়নি বাংলাদেশ। ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় মামোনি-পূর্ণিমাদের।