মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৯ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আরেক ম্যাচে ভুটানকে ৬ গোলে দিয়ে লাল-সবুজদের যেন সতর্ক করলেন নেপালের মেয়েরা। পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ে নামবেন তারা।
বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার ভুটানের মেয়েদের সঙ্গে ৬-১ গোলে জিতেছে নেপাল। ভুটানের জালে একাই ৪ গোল করেছেন পূর্ণিমা রায়। বাকি দুই গোল করেন সেনু পারিয়ার। ভুটানের হয়ে একমাত্র গোলটি করেন কেলডেন ওয়াঙ্গমো।
নয় মিনিটে সেনুর গোলে এগিয়ে যাওয়ার পর ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পূর্ণিমা রায়। বিরতিতে যাওয়ার কয়েক মিনিট আগে ব্যবধান বাড়িয়ে স্কোরলাইন ৩-০তে নেন সেনু। তিন গোলে এগিয়ে বিরতিতে যায় নেপাল। দ্বিতীয়ার্ধের মিনিট বিশেক পরেই একটি শোধ করেন ভুটানের কেলডেন।
জালের দেখা পেলেও আর ম্যাচে ফিরতে পারেনি ভুটান। ৬৩, ৮৪ ও ৮৮ মিনিটে আরও তিন গোল করেন পূর্ণিমা। শেষপর্যন্ত ৬-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে ভুটান।
রোববার মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। একই ভেন্যুতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচ।