ভিয়েতনাম থেকে এলো ১২ হাজার ৭০০ মেট্রিক টন চাল | চ্যানেল আই অনলাইন

ভিয়েতনাম থেকে এলো ১২ হাজার ৭০০ মেট্রিক টন চাল | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ভিয়েতনাম থেকে আমদানি করা ১২ হাজার ৭০০ মেট্রিক টন চাল দেশে এসে পৌঁছেছে। খাদ্য অধিদপ্তর এ চাল আমদানি করেছে।

সোমবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান: গত ৩ ফেব্রুয়ারি সম্পাদিত চুক্তির আওতায় জি টু জি ভিত্তিতে (প্যাকেজ-১) ভিয়েতনাম থেকে ১২ হাজার ৭০০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি এমডি সি জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। এরইমধ্যে জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষ হয়েছে বলে জানিয়েছেন তিনি।

জি টু জি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির চুক্তি হয়েছে। এরইমধ্যে চুক্তি অনুযায়ী ৬০ হাজার মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে।

Scroll to Top