রিয়ালে ভিনিসিয়ুসের বর্তমান সতীর্থ এদুয়ার্দো কামাভিঙ্গা রদ্রির ব্যালন ডি’অর জয়কে দেখছেন ফুটবল রাজনীতি হিসেবে। এক্সে ভিনিসিয়ুসের সঙ্গে একটি ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘ভাই আমার, তুমি বিশ্বের সেরা খেলোয়াড় এবং কোনো পুরস্কারই অন্য কিছু বলতে পারে না। ভাই, তোমাকে ভালোবাসি।’ এই লেখার ওপরে কামাভিঙ্গা ‘ফুটবল রাজনীতি’ লিখে তার পাশে ক্রস চিহ্ন দিয়েছেন।
ভিনিসিয়ুসের পাশে দাঁড়িয়েছেন তাঁর সতীর্থ আরদা গুলের, ফেদেরিকো ভালভের্দে, এদের মিলিতাও, আন্দ্রি লুনিন, অরেলিয়াঁ চুয়ামেনির মতো সতীর্থরাও। সেরা কোচের পুরস্কার জেতা কার্লো আনচেলত্তিও ভিনিসিয়ুসের পাশে দাঁড়িয়েছেন।