২০২৩ সালে ভিনিসিয়াস জুনিয়রকে কটাক্ষ করে পুতুল বানিয়ে ঝুলিয়েছিলেন কয়েকজন উগ্র সমার্থক। ওই ঘটনার আড়াই বছর পর বর্ণ ও জাতিগত বিদ্বেষমূলক অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন চার জন। তাদেরকে ১৪ থেকে ২২ মাসের কারাদণ্ড দিয়েছে মাদ্রিদের আদালত। একই সঙ্গে অর্থ জরিমানাও করা হয়েছে তাদের।
সেবছর জানুয়ারিতে কোপা ডেল রে’র লড়াইয়ে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচের আগে এমন কাণ্ড ঘটে। ব্রাজিল তারকার পুতুল বানিয়ে সেটাতে ২০ নম্বর জার্সি পরিয়ে রিয়ালের অনুশীলন মাঠের সামনে একটি ব্রিজে ঝুলানো হয়। সঙ্গে ‘রিয়ালকে মাদ্রিদ ঘৃণা করে’ লেখা সংবলিত একটি ব্যানারও লাগানো হয়।
লা লিগায় রিয়ালের অভিযোগের পর ২০২৩ সালের শেষের দিকে চার জনকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাদেরকে দোষী সাব্যস্ত করে রায় দেন মাদ্রিদের আদালত। বিবৃতিতে বিষয়টি জানিয়েছে লা লিগা।
দোষী সাব্যস্ত হওয়া একজনকে বিদ্বেষমূলক অপরাধের জন্য ১৫ মাস এবং অনলাইনে এই কাজের ছবি ছড়িয়ে হুমকি দেয়ার জন্য বাড়তি সাত মাস, মোট ২২ মাসের কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি তাকে ১০৮৪ ইউরো অর্থদণ্ড দেয়া হয়। অন্য তিন জনকে বিদ্বেষমূলক অপরাধের জন্য সাত মাস এবং হুমকির জন্য সাত মাস, মোট ১৪ মাস করে কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি তাদেরকে জরিমানা করা হয় ৭২০ ইউরো করে।
পাশাপাশি অভিযুক্ত চারজনকে ভিনিসিয়াসের বাড়ি এবং রিয়াল মাদ্রিদের অনুশীলন মাঠের এক হাজার মিটারের মধ্যে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এমনকি লা লিগা কিংবা স্প্যানিশ ফুটবল ফেডারেশন আয়োজিত যেকোনো প্রতিযোগিতার সময় প্রতিটি ম্যাচ শুরুর চার ঘন্টা আগে থেকে ম্যাচ শেষের চার ঘন্টা পর পর্যন্ত স্টেডিয়ামের এক হাজার মিটারের মধ্যে আসতে পারবেন না তারা।
অবশ্য তাদের সাজা শিথিলের উপায়ও বলে দিয়েছে আদালত। দোষী সাব্যস্ত চার জন যদি ভিনিসিয়াস, রিয়াল মাদ্রিদ, লা লিগা এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠায় তাহলে তাদের কারাদণ্ডের সাজা স্থগিত থাকবে।