ভিডিও নির্মাতাদের জন্য নয়া এআই ল্যাপটপ

ভিডিও নির্মাতাদের জন্য নয়া এআই ল্যাপটপ

দেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে চলা লেনোভোর নতুন মডেলের ল্যাপটপ এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। ‘লেনোভো লিজিয়ন প্রো ৭আই’ মডেলের ল্যাপটপটিতে থাকা এআই প্রযুক্তিনির্ভর বিভিন্ন সুবিধা কাজে লাগিয়ে গেমার ও ভিডিও নির্মাতারা দ্রুত বিভিন্ন কাজ করতে পারবেন। দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটির দাম ৪ লাখ ৮৫ হাজার টাকা। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।

ভিডিও নির্মাতাদের জন্য নয়া এআই ল্যাপটপ

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৬ ইঞ্চির আইপিএস অ্যান্টি গ্লেয়ার পর্দার ল্যাপটপটির ব্রাইটনেস ৫০০ নিটস এবং রিফ্রেশ রেট ২৪০ হার্টজ হওয়ায় উন্নতমানের ছবি ও ভিডিও দেখা যায়। শুধু তা–ই নয়, পর্দায় টিইউভি লো ব্লুলাইট প্রযুক্তি থাকায় দীর্ঘ সময় ব্যবহার করলেও চোখের ক্ষতি হয় না।

১৪ জেনারেশনের ইন্টেল কোর প্রসেসরে চলা ল্যাপটপটিতে ৩২ গিগাবাইট ডিডিআরফাইভ র‍্যাম এবং ১ টেরাবাইট ধারণক্ষমতা রয়েছে। এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ১৬ গিগাবাইটের শক্তিশালী গ্রাফিকস কার্ডের পাশাপাশি জিসিঙ্ক, জিপিইউতে ৬৮৬ এআই টপস প্রযুক্তি ব্যবহার করায় ল্যাপটপটিতে উন্নত রেজল্যুশনের গেম খেলার পাশাপাশি ভালো মানের ভিডিও সম্পাদনা করা যায়।

Scroll to Top