Last Updated:
পুলিশ কমিশনার মনোজ ভর্মাকে উদ্দেশ্য করে ‘অশালীন’ মন্তব্য, আর তার জেরেই এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে লালবাজার। পুলিশ কমিশনারকে নিয়ে করা মন্তব্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলেই সূত্রের খবর।

কলকাতা: পুলিশ কমিশনার মনোজ ভর্মাকে উদ্দেশ্য করে ‘অশালীন’ মন্তব্য, আর তার জেরেই এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে লালবাজার। পুলিশ কমিশনারকে নিয়ে করা মন্তব্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলেই সূত্রের খবর।
প্রসঙ্গত, গত শনিবার নবান্ন অভিযান কর্মসূচিতে অংশ নিয়ে পুলিশ কমিশনারকে উদ্দেশ্য করে ‘অশালীন’ মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। মনোজ ভর্মার বিরুদ্ধে এই বেলাগাম আক্রমণের নিয়েই এবার আইনি পদক্ষেপের পথে হাঁটতে চলেছে লালবাজার।
সূত্রের খবর, ইতিমধ্যেই আইনি পরামর্শ নিতে শুরু করেছেন লালবাজারের পুলিশ কর্তারা। শুভেন্দুর বিরুদ্ধে কী আইনি পদক্ষেপ নেওয়া যায় তা জানতে আইনজীবী ও আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করছেন লালবাজারের উচ্চ পদস্থ কর্তারা।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 11, 2025 10:04 PM IST