বাদামি ভালুকটি আবার হাত-পা নেড়ে সেটিকে তাড়িয়ে দেয়, আবার সেটি ফিরে আসে। এভাবে কয়েকবার চলার পর অ্যাশভিলের ওই ব্যক্তি খানিকটা দুঃসাহস দেখান। বাদামি ভালুক সেজে গুটি গুটি পায়ে তিনি বাড়ির আঙিনায় নেমে আসেন, কালো ভালুকের দিকে হাত-পা নেড়ে এগিয়ে যেতে থাকেন।
এভাবে কয়েকবারের চেষ্টার পর শেষ পর্যন্ত সফল হন অ্যাশভিলের ওই ব্যক্তি। ভয় পেয়ে পালিয়ে যায় কালো ভালুকটি।
এর আগে গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের কানেটিকাটে একটি কালো ভালুক ও সেটির শাবক একটি গাড়ির ভেতর কোনোভাবে ঢুকে আটকা পড়েছিল। পরে গাড়ি ভেঙে সেগুলো বেরিয়ে আসে।
যুক্তরাষ্ট্রে গ্রামাঞ্চলে মাঝেমধ্যেই জঙ্গল থেকে বুনো ভালুক লোকালয়ে চলে আসে।