ভারোত্তোলন: দিনের দুই ইভেন্টেই সোনা চীনের | চ্যানেল আই অনলাইন

ভারোত্তোলন: দিনের দুই ইভেন্টেই সোনা চীনের | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

প্যারিস অলিম্পিকের ১১তম দিনে ভারোত্তোলনের দুটি পদক ইভেন্ট গড়িয়েছে। দুটিতেই সোনার দেখা পেয়েছে দেশটি। ছেলেদের ৬১ কেজির পর মেয়েদের ৪৯ কেজিতেও সোনা জিতেছে চীন।

ছেলেদের ৬১ কেজিদে চীনকে সোনা এনে দেন ফাবিন লি। টোকিও অলিম্পিকেও সোনা জিতেছিলেন ফাবিন। রৌপ্য জিতেছেন থাইল্যান্ডের থিরাপং সিলাচাই। যুক্তরাষ্ট্রের হ্যাম্পটন মরিস পেয়েছেন ব্রোঞ্জ।

ছেলেদের ইভেন্টের মতই মেয়েদের ৪৯ কেজিতে টানা দ্বিতীয়বার সোনা জিতেছেন চীনের হউ ঝিহুয়ি। রৌপ্য জিতেছেন রোমানিয়ার মিহাইয়েলা ক্যাম্বেইয়ের। ব্রোঞ্জ জিতেছেন থাইল্যান্ডের সুরোদচনা খাম্বাউ।

Scroll to Top