ভারত-পাকিস্তান সংঘাত: আইপিএলের ভেন্যু পরিবর্তন | চ্যানেল আই অনলাইন

ভারত-পাকিস্তান সংঘাত: আইপিএলের ভেন্যু পরিবর্তন | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ভারত-পাকিস্তানের মধ্যকার চলমান ক্রমশই বাড়ছে। ভারতের হামলার পর জবাব দিয়েছে পাকিস্তানও। চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটি সংঘাতের প্রভাব পড়েছে ২২ গজের ক্রিকেটেও। চলতি পিএসএলে বাকি ম্যাচগুলো আয়োজন নিয়ে শঙ্কায় পাকিস্তান। অন্যদিকে নিরাপত্তা শঙ্কায় আইপিএলের একটি ম্যাচের ভেন্যুও পরিবর্তন করা হয়েছে।

হিমাচল প্রদেশের ধর্মশালায় আজ রাতে মুখোমুখি হয়েছে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস। ম্যাচটি গড়ালেও ১১ মে হতে চলা পাঞ্জাব ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচটি সরিয়ে নেয়া হয়েছে। ধর্মশালার পরিবর্তে ওই ম্যাচটি হবে গুজরাটের আহমেদাবাদে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে।

নিজেদের দ্বিতীয় হোম ভেন্যু হিসেবে ধর্মশালাকে ব্যবহার করছে পাঞ্জাব। হামলার শঙ্কায় ম্যাচটি সরিয়ে নেয়া হচ্ছে। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন (জিসিএ) পাঞ্জাব-মুম্বাইয়ের ম্যাচ আয়োজনে আইপিএলের অনুরোধ মেনে নিয়েছে। জিসিএ সচিব অনিল প্যাটেল বলেন, তারা আইপিএলের চূড়ান্ত নিশ্চয়তার অপেক্ষায় আছেন। আর ম্যাচটি খেলতে হলে মুম্বাইকে বুধবার বিকেলের মধ্যেই অবতরণ করতে হবে আহমেদাবাদে।

অন্যদিকে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় পেশোয়ার জালমি এবং করাচি কিংসের খেলা মাঠে গড়ানোর কথা ছিল রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। এদিন সকালের দিকে স্টেডিয়াম চত্ত্বরে একটি ভারতীয় ড্রোন ভেঙে পড়ে, যা নজরদারির জন্য পাঠানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় দুজন বেসামরিক নাগরিক আহত হওয়ার খবরও পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে স্টেডিয়াম এলাকার একটি রেস্তোরাঁও। যে কারণে স্থগিত করা হয়েছে ম্যাচটি।

ড্রোন হামলার কারণে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে আপাতত আর পিএসএলের কোনো ম্যাচ হচ্ছে না। পিএসএলের ফাইনাল ১৮মে লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তা শঙ্কার কারণে টুর্নামেন্টটির ফাইনালসহ বাকি ম্যাচগুলো দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে স্থানান্তর করা হবে। পিসিবি, ফ্র্যাঞ্চাইজি মালিক ও খেলোয়াড়দের মধ্যে বৈঠকের পর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Scroll to Top