ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে স্বস্তির নিঃশ্বাস কাশ্মীরিদের – DesheBideshe

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে স্বস্তির নিঃশ্বাস কাশ্মীরিদের – DesheBideshe

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে স্বস্তির নিঃশ্বাস কাশ্মীরিদের – DesheBideshe

নয়াদিল্লি, ১০ মে – ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণায় কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন ভারতশাসিত কাশ্মীরের বাসিন্দারা। পাশাপাশি, অনেকেই দীর্ঘস্থায়ী সমাধানের আশায় প্রার্থনা করছেন।

শ্রীনগরের ২৫ বছর বয়সী রুমাইসা জানের বিয়ে আগামী সপ্তাহে। তিনি আল-জাজিরাকে বলেন, আমি খুব উৎকণ্ঠায় ছিলাম। এত মানুষের প্রাণ যাওয়ার পর এটা সবচেয়ে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত। আমরা শান্তি চাই, সব শত্রুতা শেষ হোক।

একটি ভ্রমণ সংস্থার মালিক ফিরদৌস আহমদ শেখ বলেন, কাশ্মীরকে দুই দেশের জন্য যেন এক যুদ্ধক্ষেত্রে পরিণত করা হয়েছে—এটা সত্যিই হতাশাজনক।

তিনি আরও বলেন, আমার একমাত্র আশঙ্কা, ভবিষ্যতে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠতে পারে। দুই দেশকে একসঙ্গে বসে কাশ্মীর ইস্যুর রাজনৈতিক সমাধান খুঁজতে হবে—একবারের জন্য হলেও। আমি চাই না আমাদের সন্তানরা এই দৃশ্য দেখতে দেখতেই বড় হোক।

শেষে তিনি যোগ করেন, এই মুহূর্তে আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১০ মে ২০২৫

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে স্বস্তির নিঃশ্বাস কাশ্মীরিদের first appeared on DesheBideshe.

Scroll to Top