এশিয়া কাপ ও শ্রীলঙ্কার বৃষ্টি, দুই-ই যেন আছে মুখোমুখি অবস্থানে। পাল্লেকেলেতে হওয়া ভারত-পাকিস্তান ম্যাচ তো ভেসেই গেল বৃষ্টির কারণে। আজ (৪ সেপ্টেম্বর) নেপালের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচও অনুষ্ঠিত হবে পাল্লেকেলের মাঠে। বরাবরের মতোই আছে বৃষ্টির সম্ভাবনা। ভারত-নেপাল ম্যাচ পরিত্যক্ত হলে, সেক্ষেত্রে দুই দলের ভবিষ্যৎ কী দাঁড়াবে?
আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা যায়, পাল্লেকেলেতে আজ বিকালে বৃষ্টির সম্ভাবনা আছে। সম্ভাবনার শতাংশ হিসেবে তা ৮৯ এর মতো। এর আগেও ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচটি প্রথম ইনিংস ওঠার পর, আর মাঠে গড়ায়নি। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। দুই দল নিজেদের মধ্যে পয়েন্ট ভাগ করে নেয়।
আজ ভারত-নেপাল ম্যাচেও যদি বৃষ্টি আসে এবং সে খেলা যদি কোন কারণে পরিত্যক্ত হয়, তখন কি দাঁড়াবে? গ্রুপ-এ তে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে পাকিস্তান। ভারত ১ ম্যাচ খেলে অর্জন করেছে ১ পয়েন্ট। অন্যদিকে নেপাল ১ ম্যাচ খেলে কোন পয়েন্ট পায়নি। সেক্ষেত্রে ভারত-নেপাল ম্যাচ পরিত্যক্ত হলে দুই দল ১-১ করে পয়েন্ট ভাগ করে নিবে। এতে ভারত ২ পয়েন্ট অর্জন করে সুপার ফোর নিশ্চিত করতে পারবে। বাদ পড়বে নেপাল। বোঝা যাচ্ছে, বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হলে লাভ ভারতেরই হচ্ছে। তবে খেলা যদি মাঠে গড়ায়, সেক্ষেত্রে নেপালকে সুপার ফোরে যেতে, ভারতকে হারাতে হবে। ভারতের ক্ষেত্রেও তাই। নেপালের সাথে ম্যাচ জিতে তবেই সুপার ফোর নিশ্চিত করতে হবে।
ব্যক্তিগত কারণে দলের সঙ্গে নেই জাসপ্রীত বুমরাহ। খেলতে পারছেননা নেপালের সাথে ম্যাচটি। ভারত অবশ্য নিজেদের জন্য ম্যাচটি খেলতে চাইবে। আগের ম্যাচেও ব্যাটিংটা মনমতো হয়েছে বলা যায় না। বোলিংও করা হয়নি। সেক্ষেত্রে প্রস্তুতির একটা বিষয়ও থাকবে তাঁদের মাথায়। বুমরাহ অবশ্য সুপার ফোরের ম্যাচে আবারও দলের সাথে যোগ দিবেন, যদি ভারত কোয়ালিফাই করতে পারে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) চিন্তা করছে, সুপার ফোরের ম্যাচগুলো কলম্বো থেকে সরিয়ে শ্রীলঙ্কার অন্য কোন ভেন্যুতে নিতে। কারণ, আগামী কয়েকদিন কলম্বোতে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। সুপার ফোরে পাকিস্তানে একটি ও শ্রীলঙ্কায় পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৭ সেপ্টেম্বর, কলম্বোতে।