ভারত দলে ঝাঁক ধরে চোট, একাধিক পরিবর্তনের আভাস | চ্যানেল আই অনলাইন

ভারত দলে ঝাঁক ধরে চোট, একাধিক পরিবর্তনের আভাস | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ইংল্যান্ডে পাঁচ ম্যাচের অ্যান্ডারসন-টেন্ডুলকার টেস্ট সিরিজে তৃতীয়টিতে হেরে ২-১এ পিছিয়ে ভারত। সফরকারীরা সবশেষ লর্ডসে ২২ রানে হেরে সিরিজে পিছিয়ে আছে। ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াই। তার আগে ভারতকে একাদশে পরিবর্তনের কথা ভাবতে হচ্ছে। পেসার নিতীশ কুমার রেড্ডি হাঁটুর চোটে পড়েছেন, পরের টেস্টে তার খেলা হচ্ছে না।

চতুর্থ টেস্টে পেসার আর্শদীপ সিংকেও পাবে না গৌতম গাম্ভীরের দল। বুধবার গড়াতে চলা টেস্টে তাকেও চোটে বাইরে থাকতে হবে। শঙ্কা জেগেছে আরও পরিবর্তনের। পেসার আকাশ দীপও পড়েছেন চোটে।

ভারত বিবৃতিতে বলেছে, ‘২২ বর্ষী পেসার রেড্ডি ইতিমধ্যে ইংল্যান্ড ছেড়ে দেশে ফিরেছেন। আর্শদীপকেও নিবিড় পর্যবেক্ষণে রেখেছে মেডিকেল টিম। বেকেনহ্যামে নেটে অনুশীলনের সময় বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পান আর্শদীপ।

বাঁহাতি আর্শদীপকে ৩ ম্যাচের কোনটিতে খেলায়নি ভারত। তার চোট তেমন কোন প্রভাবও ফেলবে না, বলছেন সফরকারীদের সহকারী কোচ রায়ান টেন ডয়েসকাট।

লাল বলে অভিষেক না হওয়া অলরাউন্ডার আংশুল কাম্বোজকে স্কোয়াডে রেখেছে ভারত। অন্যদিকে লর্ডস টেস্টে হাতে চোট পেয়েছিলেন উইকেটকিপার-ব্যাটার রিশভ পান্ট। তাকেও সেড়ে উঠতে হবে চতুর্থ টেস্টে আগে। পান্ট না খেললে একাদশে জায়গা হবে ধ্রুব জুরেলের।

চতুর্থ টেস্টে ভারত দল
শুভমন গিল (অধিনায়ক), রিশভ পান্ট (উইকেটরক্ষক), জশ্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুন নায়ার, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জাশপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, আকাশ দীপ, কুলদীপ যাদব, আংশুল কাম্বোজ।

Scroll to Top