ভারত একতরফাভাবে পানি চুক্তি বাতিল করতে পারে না: পাকিস্তানের সাবেক কূটনীতিকদের হুঁশিয়ারি

ভারত একতরফাভাবে পানি চুক্তি বাতিল করতে পারে না: পাকিস্তানের সাবেক কূটনীতিকদের হুঁশিয়ারি

বাসিত আরও বলেন, ‘ভারত এখনই পাকিস্তানের পানি বন্ধ করতে পারবে না।’ তবে তিনি পাকিস্তানের বিরুদ্ধে ভারত কিছু প্রতিকূল পদক্ষেপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।

সাবেক এই পাকিস্তানি কূটনীতিক বলেন, ইতিমধ্যে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য স্থগিত রয়েছে। অধিকন্তু ওয়াগা-আটারি সীমান্ত বন্ধ করা পাকিস্তানের জন্য খুব একটা প্রভাব ফেলবে না।

আবদুল বাসিত বলেন, ‘ভারত যেকোনো পদক্ষেপ নিতে পারে, এ জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।’

আবদুল বাসিতের সঙ্গে একমত পোষণ করে সাবেক রাষ্ট্রদূত ও পিপিপি সিনেটর শেরি রেহমান বলেন, চুক্তি একতরফাভাবে স্থগিত বা বাতিল করা যায় না।

শেরি রহমান স্মরণ করিয়ে দেন, ২০০০ সালে প্রেসিডেন্ট ক্লিনটনের সফরের সময় ভারত–নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে একটি হামলার জন্য ভারত পাকিস্তানকে দোষারোপ করেছিল। তবে তদন্তে প্রমাণিত হয়, সে অভিযোগ ছিল মিথ্যা।

Scroll to Top