ভারতে তৈরি হচ্ছে আরও ৬টি ‘ট্রাম্প টাওয়ার’

ভারতে তৈরি হচ্ছে আরও ৬টি ‘ট্রাম্প টাওয়ার’

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

যুক্তরাষ্ট্রের সদ্যসমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে সম্মান জানিয়ে ভারতের বিভিন্ন শহরে নির্মাণ করা হচ্ছে আরও ৬টি ট্রাম্প টাওয়ার। ২০২৫ সাল পেরোনোর আগেই শেষ হবে এসব বহুতল ভবন বা টাওয়ারগুলোর নির্মাণকাজ।

দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সংস্থা ট্রাম্প অর্গানাইজেশন এবং এই সংস্থার ভারতীয় মিত্র ও অংশীদার ত্রিবেকা ডেভেলপার্সের উদ্যোগে মুম্বাই, পুনে, গুরুগাঁও, বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং নয়ডায় নির্মাণ করা হবে টাওয়ারগুলো।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত প্রথম মেয়াদে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে ভারতের মুম্বাই, পুনে, গুরগাঁও ও কলকাতায় ৪টি ট্রাম্প টাওয়ার নির্মাণ করা হয়েছিল। সবগুলো টাওয়ারই আবাসিক বা আবাসন সংক্রান্ত। নতুন টাওয়ারগুলোও আবাসিক ভবন হিসেবে নির্মাণ করা হবে বলে জানা গেছে।

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের শীর্ষ রিয়েল এস্টেট ব্যবসায়ীদের মধ্যে অন্যতম। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে তার নামে বহুতল আবাসিক ও অনাবাসিক ভবন রয়েছে। এসব ভবন নির্মাণ করেছে ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশন। যুক্তরাষ্ট্রের পরে ভারতই প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র দেশ, যেখানে ট্রাম্পের নামে ভবন রয়েছে।

GOVT

Chokroanimation

Scroll to Top