ভারতে এনে সুইজারল্যান্ডের নারীকে হত্যা, তারপরে যা ঘটলো

ভারতে এনে সুইজারল্যান্ডের নারীকে হত্যা, তারপরে যা ঘটলো
KSRM

ভারতের পশ্চিম দিল্লির তিলক নগর এলাকায় একজন সুইস নারীকে ভারতে এনে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, ওই নারীর নাম নিনা বার্জার। শুক্রবার সকালে একটি সরকারি স্কুলের কাছে কালো প্লাস্টিকের ব্যাগে তার মৃতদেহ খুঁজে পাওয়া যায়। এই ঘটনায় গুরপ্রীত সিং নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Bkash July

পুলিশ জানায়, নিনা বার্জারের সাথে সুইজারল্যান্ডে প্রথম পরিচয় হয় গুরপ্রীতের। এরপর কথা বলতে বলতে একপর্যায়ে বন্ধুত্ব ও পরে প্রেম হয় তাদের। গুরপ্রীত এক সময় সন্দেহ করেন যে, নিনা অন্য একজনের সাথে সম্পর্ক জড়িয়েছেন। এতে গুরপ্রীত রেগে গিয়ে নিনাকে হত্যার পরিকল্পনা করে এবং তাকে ভারতে আসতে বলে।

গুরপ্রীতের অনুরোধে নিনা ১১ অক্টোবর ভারতে আসেন। এর পাঁচ দিন পর, গুরপ্রীত নিনাকে একটি ঘরে নিয়ে গিয়ে তার হাত-পা বেঁধে হত্যা করে। প্রথমে তিনি অন্য একজনের গাড়িতে মরদেহটি লুকিয়ে রেখেছিলেন। পরে গাড়ি থেকে দুর্গন্ধ আসতে শুরু করলে সে তার লাশ রাস্তার ওপর ফেলে পালিয়ে যায়।

Reneta June

দিল্লি পুলিশ সিসিটিভি ফুটেজের সাহায্যে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর পাওয়ার পর গুরপ্রীতের সন্ধানে নামে। পরে যে গাড়িতে মৃতদেহ রাখা হয়েছিল এবং যে গাড়িতে করে গুরপ্রীত লাশ রাস্তার ওপর ফেলে পালিয়ে যায় তা বাজেয়াপ্ত করে পুলিশ।

বিজ্ঞাপন

Scroll to Top