গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের কলকাতায় দলীয় অফিস খোলার বিষয়ে কোন ধরনের মন্তব্য করতে রাজি হয়নি কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন।
চ্যানেল আই অনলাইনের পক্ষ থেকে বাংলাদেশ উপ-হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) তারিকুল ইসলাম ভূঁইয়া কাছে প্রশ্ন ছিল: কলকাতায় আওয়ামী লীগের অফিস স্থাপনের বিষয় উপ-হাইকমিশন অবগত কিনা? এ বিষয়ে ভারত সরকারের সাথে হাইকমিশনের কোন যোগাযোগ হয়েছে কিনা?

এসব প্রশ্নের জবাবে তারিকুল ইসলাম ভূঁইয়া (তারিক চয়ন) বলেন: ‘দুঃখিত, এ বিষয়ে কোনো বক্তব্য নেই।’
প্রসঙ্গত, সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, কলকাতায় একটি বাণিজ্যিক কমপ্লেক্সে আওয়ামী লীগ একটি অফিস খুলেছে এবং ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরের কয়েক মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যারা ভারতে অবস্থান করছেন, তারা ওই অফিসে যাতায়াত করছেন।
এই খবরে নড়েচড়ে বসেছে বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো। জুলাই গণহত্যার দায়ে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা একটি দলকে কীভাবে প্রতিবেশী একটি দেশ অফিস স্থাপন করে কার্যক্রম চালানোর অনুমতি দিচ্ছে, সেই প্রশ্নও তুলেছেন রাজনীতিবিদরা।
এমন প্রেক্ষাপটে কলকাতার উপ-হাইকমিশনে যোগাযোগ করা হলে ফার্স্ট সেক্রেটারি (প্রেস) ‘এ বিষয়ে কোন বক্তব্য নেই’ বলে জানিয়েছেন।