ভারতের ৪৬-এর জবাবে নিউজিল্যান্ডের ৪০২, রাচীনের ১৩৪ | চ্যানেল আই অনলাইন

ভারতের ৪৬-এর জবাবে নিউজিল্যান্ডের ৪০২, রাচীনের ১৩৪ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের পর বোলিংয়েও সুবিধা করতে পারেনি ভারত। তাদের বোলিংকে নির্বিষ করে চারশর উপর রান তুলেছে সফরকারী দল। সেঞ্চুরি পেয়েছেন রচীন রবীন্দ্র, প্রথম ইনিংসে ৩৫৬ রানে এগিয়ে কিউই বাহিনী।

বেঙ্গালুরুতে সিরিজের প্রথম টেস্টে টসে জিতে বৃহস্পতিবার আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় ভারত। কিউই বোলারদের তোপে ৩১.২ ওভারে সবে ৪৬ রানে থামে স্বাগতিক ইনিংস। জবাবে সব উইকেট হারিয়ে ৯১.৩ ওভারে ৪০২ রানে থামে কিউই দল।

GOVT

শক্রবার ৩ উইকেট ১৮০ রানে দিন শুরু করে নিউজিল্যান্ড। আগেরদিন ২২ রান করা রাচীন তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। ১৩ চার ও ৪ ছক্কায় ১৫৭ বলে ১৩৪ আসে তার ব্যাটে। সেঞ্চুরির কাছে গিয়ে দেখা পাননি ওপেনার ডেভন কনওয়ে। ১০৫ বলে ৯১ রানে অশ্বিনের শিকার হন। টিম সাউদির ব্যাটে আসে ৭৬ বলে ৬৫।

ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব শিকার করেন ৩টি করে উইকেট। মোহাম্মদ সিরাজ নেন ২ উইকেট।

Chokroanimation

Scroll to Top