ভারতের সাথে সব সমস্যার সমাধান চায় পাকিস্তান: শেহবাজ শরীফ

ভারতের সাথে সব সমস্যার সমাধান চায় পাকিস্তান: শেহবাজ শরীফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ভারতের সাথে কাশ্মীরসহ সব সমস্যার সমাধান করতে চায়।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বুধবার (৬ ফেব্রুয়ারি) ‘কাশ্মীর সংহতি দিবস’ উপলক্ষে মুজফফরাবাদে পাক অধিকৃত কাশ্মীর (পিওকে) বিধানসভার বিশেষ অধিবেশনে এসব বলেন তিনি।

শেহবাজ শরীফ বলেন, ভারতের উচিত জাতিসংঘকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করা এবং আলোচনা শুরু করা। আমরা চাই কাশ্মীরসহ সব সমস্যার সমাধান হোক আলোচনার মাধ্যমে।

GOVT

তিনি আরও বলেন, ‘ভারতের উচিত ২০১৯ সালের ৫ অগস্টের চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে জাতিসংঘে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে আলোচনা শুরু করা। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেছিলেন, যা জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নিয়েছিল এবং রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করেছিল।

উল্লেখ্য, ভারত বারবার জোর দিয়ে বলেছে তারা সন্ত্রাস, শত্রুতা এবং হিংসামুক্ত পরিবেশে পাকিস্তানের সাথে স্বাভাবিক প্রতিবেশীসুলভ সম্পর্ক রাখতে চায়।

অন্যদিকে পাকিস্তানক বলে আসছে, জম্মু ও কাশ্মীর এবং লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলগুলো ‘দেশের গুরুত্বপূর্ণ অংশ ছিল, আছে এবং চিরকাল থাকবে’।

Scroll to Top