ভারতের বিপক্ষে সিরিজ বাতিলের গুঞ্জন, যা বললেন বিসিবি সভাপতি | চ্যানেল আই অনলাইন

ভারতের বিপক্ষে সিরিজ বাতিলের গুঞ্জন, যা বললেন বিসিবি সভাপতি | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আগামী আগস্টে বাংলাদেশ সফরের কথা ভারতের। টাইগারদের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার সূচি আছে রোহিত শর্মা-বিরাট কোহলিদের। তবে সাম্প্রতিক উত্তেজনায় আসন্ন সিরিজটি আটকে যেতে পারে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এই প্রসঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। জানালেন, ভারত আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই জানায়নি বিষয়টি নিয়ে।

তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলবে দুদল। সূচিও প্রকাশ হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতির কথা ভেবে সিরিজ আটকে যেতে পারে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। সূত্রের বরাতে গণমাধ্যমটি বলছে, ‘সফর নির্ধারিত এফটিপি সূচির অংশ হলেও এখনও কিছুই চূড়ান্ত নয়। বর্তমান পরিস্থিতির কারণে ভারতের বাংলাদেশ সফর নাও হতে পারে। এমন সম্ভাবনাই বেশি।’

শনিবার মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় বিভাগ বাছাইয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ফারুক আহমেদ। সেখানে আসন্ন ভারত সিরিজ নিয়ে কথা বলেন ফারুক আহমেদ।

বলেছেন, ‘ভারত এ মুহূর্তে আমাদের কিছু জানায়নি, একটা পত্রিকার খবরের কথা শুনেছি। ওরা পুরো ট্যুর নিশ্চিত করেছে। ভ্রমণসূচিও তৈরি হয়ে গেছে। পরিস্থিতিটা তো আমি এ সম্পর্কে বলতে পারব না। তবে এ মুহূর্তে পুরো ট্যুর আছে। এটা নিয়ে কোনো কথা শুনিনি যে হবে না।’

সিরিজটি নিয়ে আইসিসি সভাপতি ও প্রাক্তন বিসিসিআই সচিব জয় শাহর পাশাপাশি বর্তমান বিসিসিআই সচিব সাইকিয়ার সাথেও আলোচনা হয়েছে বলে জানান ফারুক, ‘আমি দুইবার আইসিসি মিটিংয়ে গিয়েছি। প্রথমবার বিসিসিআই সেক্রেটারি জয় শাহ ছিল, তার সাথে কথা বলেছি। ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি। পরেরবার তার সাথে যখন মিটিং করেছি সে আইসিসি চেয়ারম্যান হয়ে গেছে। তবে তার তো একটা ভালো প্রভাব আছে বিসিসিআইতে। নতুন যে সেক্রেটারি ওদের দেবজিত সাইকিয়া, ওর সাথেও কথা বলেছি। অনুরোধ করেছি। আমি মনে করি এখনও এটা ঠিক সময়ে হওয়ার সম্ভাবনা আছে।’

আগামী ১৩ আগস্ট ঢাকায় আসায় কথা রোহিত-কোহলিদের। ১৭ আগস্ট মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে গড়ানোর কথা। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে খেলার পর তৃতীয়টি গড়ানোর কথা চট্টগ্রামে, ২৩ আগস্ট। ২৬ আগস্ট চট্টগ্রামে প্রথম টি-টুয়েন্টি খেলে পরের দুটি ম্যাচ খেলার কথা মিরপুরে ২৯ ও ৩১ আগস্টে।

Scroll to Top