ভারতের পর নেপালের গোল, গোলটি মানল না ভারত | চ্যানেল আই অনলাইন

ভারতের পর নেপালের গোল, গোলটি মানল না ভারত | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় সেমিফাইনালে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। স্বাগতিক নেপাল ও ভারতের ম্যাচের ৭১ মিনিটের খেলা তখন। এ সময় নেপালের জালে বল জড়ান ভারতের স্ট্রাইকার বালা দেবী। ভারত এ সময় গোল উদযাপনে ব্যস্ত ডাগআউটের খেলোয়াড়, কোচ ও স্টাফদের সাথে।

পিছিয়ে পড়া নেপালের খেলোয়াড়রা বল নিয়ে সেন্টারে চলে যান। ভারতের খেলোয়াড়রা তখনও ডাগআউটের দিকে উদযাপনে ব্যস্ত। নেপালের খেলোয়াড়রা বল নিয়ে সেন্টারে বলে কিকের জন্য প্রস্তুত, রেফারিও খেলা শুরুর জন্য প্রস্তুত।

ভারতের খেলোয়াড়রা তখনও প্রস্তুত না হলেও রেফারি খেলা শুরু করার জন্য বাঁশি বাজান। বিক্ষিপ্তভাবে থাকা ভারতের খেলোয়াড়রা নিজেদের গোলের দিকে আসতে আসতে দূরপাল্লার শটে গোল করেন নেপালের সাবিত্রা ভান্ডারি। উদযাপনে মেতে ওঠে স্বাগতিক নেপালের পুরো স্টেডিয়াম।

এ সময় ভারতের খেলোয়াড় এবং ডাগআউটের সবাই প্রতিবাদ করা শুরু করেন। ভারতের গোলের আনন্দ তখন হতভম্বকর পরিস্থিতির মধ্যে পড়ে যায়। এরপর খেলা শুরু হলেও মিনিটের মধ্যে খেলা বন্ধ করতে হয় রেফারিকে।

GOVT

পরে দীর্ঘসময় খেলা বন্ধ থাকে। ১৩৯ মিনিটের মাথায় নেপালের গোল বাতিল করে খেলা শুরু হয়। পরের মিনিটে এবার সেই সাবিত্রা ভান্ডারিই গোল করে পুরো নেপালকে আনন্দে ভাসান। অবশ্য নেপাল লাল কার্ড দেখে ১০ জন নিয়ে খেলছিল।

Chokroanimation

Scroll to Top