ভারতের কড়া সিদ্ধান্তের পর পাকিস্তানের জরুরি নিরাপত্তা বৈঠক

ভারতের কড়া সিদ্ধান্তের পর পাকিস্তানের জরুরি নিরাপত্তা বৈঠক

ভারতের সিন্দু জলচুক্তি স্থগিত এবং পাকিস্তানের বিরুদ্ধে ধারাবাহিক কড়া পদক্ষেপ ঘোষণার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, বুধবার গভীর রাতে এ সিদ্ধান্তের কথা এক্সে জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

জাতীয় নিরাপত্তা কমিটি হলো পাকিস্তানের সর্বোচ্চ নিরাপত্তা ও পররাষ্ট্র নীতিনির্ধারণী ফোরাম, যেখানে প্রধানমন্ত্রী ছাড়াও গুরুত্বপূর্ণ মন্ত্রিপরিষদের সদস্য, সামরিক বাহিনীর প্রধান ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

জম্মু-কাশ্মীরের পাহেলগামে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলায় ২৬ জন নিহত এবং ১৭ জন আহত হওয়ার পর ভারত পাঁচটি কঠোর পদক্ষেপ ঘোষণা করেছে।

নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী এ ঘোষণা দেন। তার কথায়, সীমান্ত পারাপারের সন্ত্রাসে পাকিস্তানের প্রত্যক্ষ সহযোগিতার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সবচেয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ হলো ১৯৬০ সালের সিন্দু জলচুক্তি ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত’ ঘোষণা করা। মিশ্রী বলেন, যতক্ষণ না পাকিস্তান সন্ত্রাসবাদের প্রতি তার সমর্থন চূড়ান্তভাবে প্রত্যাহার করে, ততক্ষণ চুক্তিটি কার্যকর থাকবে না।

এদিকে, পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর পাহেলগাঁও হামলায় নিহতদের জন্য শোক প্রকাশ করলেও ভারতের আনুষ্ঠানিক অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

Scroll to Top