ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী মানবতাবিরোধী খুনি: নাহিদ ইসলাম | চ্যানেল আই অনলাইন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী মানবতাবিরোধী খুনি: নাহিদ ইসলাম | চ্যানেল আই অনলাইন

শেখ সেলিম: ভারত সীমান্তরক্ষী বাহিনীর তীব্র সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সীমান্ত হত্যার কারণে বাহিনীটি মানবতাবিরোধী খুনি বাহিনীতে পরিণত হয়েছে। 

বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দলটির ৯ম দিনের পদযাত্রায় মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে সমাবেশে এসব কথা বলেন নাহিদ।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে পদযাত্রায় দুপুরের পর থেকেই ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে হাজির হয় নানা শ্রেণী-পেশার মানুষ। ছোট ছোট মিছিলে মিছিলে বিকেল হতেই জনসমুদ্রে পরিণত হয় শহর। সন্ধ্যা ৭টার দিকে শহরের চুয়াডাঙ্গা বাসস্যান্ট থেকে শুরু হয় পদযাত্রা। পদযাত্রাটি শেষ হয় শহরের পায়রা চত্বরে।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী গত ২৫ বছরে ১২’শর বেশি সীমান্ত হত্যা করেছে। বিএসএফ একটি খুনি ও মানবতাবিরোধী বাহিনীতে পরিণত হয়েছে।

সমাবেশে দলটির সংগঠক আক্তার হোসেন, সারজিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারীসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ঝিনাইদহ সমাবেশ শেষে শৈলকুপা ও হরিণাকুন্ডুতে নিহত সাব্বির ও রাকিবের কবর জিয়ারত করেন তারা।

Scroll to Top