ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের গ্রুপের ওপর বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে পৌঁছেছে। কাশ্মীরের জনপ্রিয় পর্যটন স্পট পহেলগামে এই ঘটনা ঘটেছে। মনোরম এই এলাকাটিকে ‘ভারতের সুইজারল্যান্ড’ হিসেবে পরিচিত।
মঙ্গলবার (২২ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
কাশ্মীরের পহেলগাম অঞ্চলের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বলেন, বেসামরিক নাগরিকদের ওপর হামলার যেসব ঘটনা সাম্প্রতিক ঘটেছে তার মধ্যেই এটিই সবচেয়ে বড় হামলা।
হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। সেখানকার লেফট্যানেন্ট গভর্নর মনোজ সিনহা বলেন, ঘটনাস্থলে আর্মি ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
আব্দুল্লাহ এই হামলার নিন্দা জানিয়ে বলেন, আমি অবিশ্বাস্য হতবাক। পর্যটকদের ওপর এই হামলা ঘৃণ্য কাজ। তবে কোন গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই এলাকায় ১৯৮৯ সাল থেকেই বিচ্ছিন্নতাবাদী সহিংসতা হয়ে আসছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে তা কমে আসছিল। এছাড়া হামলার ঘটনা ঘটেছে বাইসরনে, পহেলগাম থেকে পাঁচ কিলোমিটার দূরে পর্বতের মাঝে একটি জায়গা।
পুলিশ জানায়, বেশ কয়েকজন পর্যটককে হাসপাতালে নেয়া হয়েছে। এলাকাটি ঘিরে তল্লাশি চালানো হচ্ছে।